Shakti Foundation Job Circular 2021 | শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি


Shakti Foundation Job Circular 2021 | শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ :
১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমােচনে কাজ করে আসা ক্ষুদ্রঋণ সংস্থা শক্তি ফাউভেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রােগ্রামে নিম্নোক্ত পদ সমূহের জন্য যোগ্য প্রার্থীদের ( মহিলা/পুরুষ ) নিকট হতে দরখাস্ত আহবান করেছে।মাইক্রোফাইন্যান্স প্রােগ্রাম (MFP)


পদের নাম : ট্রেইনি ক্রেডিট অফিসার ।

বেতন : (ক) প্রশিক্ষণকালীন বেতন : ১০,০০০/- টাকা ।

(খ) প্রশিক্ষণ পরবর্তী বেতন : ২০,০০০/- টাকা ।

পদ সংখ্যা : ৫০০জন।

যোগ্যতা : সরকার স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি ।

বয়স : সর্বোচ্চ ৩২ বছর ।


নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তিন মাস ট্রেইনি ক্রেডিট অফিসার পদে প্রশিক্ষণে গ্রহণ করতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী প্রার্থীগণ তিন মাসপরে ক্রেডিট অফিসার হিসাবে বিবেচিত হবে।


মাইক্রোফাইন্যান্স প্রােগ্রাম (MFP) 


পদের নাম : শাখা ব্যবস্থাপক ।

বেতন : (ক) প্রশিক্ষণকালীন বেতন : ৩০,০০০ থেকে ৩৬,০০০/- টাকা ।

(খ) প্রশিক্ষণ পরবর্তী বেতন : ৩২,৫০০ থেকে ৩৯,০০০/- টাকা ।

পদ সংখ্যা : ৮০ জন।

যোগ্যতা : (ক) সরকার স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রি ।

(খ) স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ / ক্ষুদ্র শাখা উদ্যোগ ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ২ বছরের অভিজ্ঞতা।

বয়স : সর্বোচ্চ ৪২ বছর ।


পদের নাম : এরিয়া সুপারভাইজার ।

বেতন : (ক) প্রশিক্ষণকালীন বেতন : ৪১,০০০ থেকে ৪৫,০০০/- টাকা ।

(খ) প্রশিক্ষণ পরবর্তী বেতন : ৪৪,০০০ থেকে ৪৭,০০০/- টাকা ।

পদ সংখ্যা : ২০জন।

যোগ্যতা : (ক) সরকার স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রি ।

(খ) স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ / ক্ষুদ্র শাখা উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার বা এরিয়া সুপারভাইজার হিসাবে কমপক্ষে ৫ টি শাখা এবং ১৫ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতা।

বয়স : সর্বোচ্চ ৪৫ বছর ।


হেলথ প্রােগ্রাম (Health Program)


শক্তি ফাউন্ডেশন এর হেলথ প্রােগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার (SMCC) পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিমােক্ত পদের জন্য যােগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। উল্লেখ্য যে, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ঢাকা-নবাবগ, চট্টগ্রাম-বাসখালী, চট্টগ্রাম-পটিয়া, চট্টগ্রাম-বারৈরহাট, চট্টগ্রাম-সাতকানিয়া, কক্সবাজার-চকরিয়া, কক্সবাজার, কুমিল্লা-চৌদ্দগ্রাম, কুমিল্লা-মজিদপুর, কুমিল্লা-মুরাদনগর, নােয়াখালী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ এরিয়ার প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।


পদের নাম : মহিলা মেডিকেল এসিস্ট্যান্ট ( চুক্তভিত্তিক )

বেতন : ১২,০০০/- টাকা ।

পদ সংখ্যা : ৩০ টি ।

যোগ্যতা : (ক) কোন স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট হতে ৪ বছর মেয়াদী MATS ( ডিপ্লোমা ) কোর্স সম্পন্ন হতে হবে ।

(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে মিনিমাম ১ বছরের অভিজ্ঞতা ।

বয়স : সর্বোচ্চ ৩০ বছর ।
অন্যান্য সুযােগ-সুবিধা: 


১) ১-৩ নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের (পাহাড়ী এলাকায় অবস্থিত শাখাসমুহে কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০-২৫০০/- টাকা করে পাহাড়ী ভাড়া প্রদান করা হবে ।

২) সংস্থার পলিসি অনুযায়ী বৈশাখী ভাতা, বছরে ২ টি উৎসব বােনাস সুবিধা ।

৩) স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমােশনের সুবিধা ।

৪) কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিত্সার প্রকৃত খরচ সংস্থা বহন করবে ।

৫) সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে ১ লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান ।

৬) নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ (ছয়) মাস এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ (সাত) দিন ।

৭) কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযােগ, ৮) আকর্ষণীয় ছাড়ে ঔষধ এবং সংস্থার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের সুবিধা ।

৯) সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাথলজিক্যাল টেস্টের সুবিধা । 

১০) সংস্থার পলিসি অনুযায়ী মাঠপর্যায়ের কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেনটিভ সুবিধা। প্রশিক্ষন ফি: প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক পদের জন্য ৬,০০০ টাকা জমা দিতে হবে।


আবেদনপত্র পাঠানাের ঠিকানা : 


সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন,

বাড়ি নম্বর, রোড নম্বর মেইন রােড, ব্লক/এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬। 


আবেদনপত্রের সাথে যা যা প্রদান করতে হবে : 


পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তােলা ০২ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং রেফারেন্স হিসেবে আত্বীয় নন এমন দুই জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নাম্বার ।


আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ : ৩১ মার্চ ২০২১ ।


Shakti Foundation Job Circular শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার শর্তাবলী :


  • উল্লেখিত ২-৩ নং পদের শিক্ষানবিশকাল ৬ মাস। 
  • খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে । 
  • সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। 
  • শুধুমাত্র বাছাইকৃত যােগ্য প্রার্থীদের নিয়ােগ পরীক্ষার জনয় ডাকা হবে ।
  • ০১নং পদে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই ।
  • নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। 
  • লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মােবাইলে SMS ( Shakti-01817-031440 ) এর মাধ্যমে জানানাে হবে।


শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরাে বিস্তারিত জানতে ভিজিট করুন : Shakti Foundation Job Circular 


Shakti Foundation Job 2021


১৭৯২ টি পদে টিএমএসএস এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । 


সেকশন অফিসার পদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ।


মন্তব্য : Shakti Foundation Job Circular শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্র প্রেরণ করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি টি ভালভাবে পড়ে নেয়ার অনুরোধ রইলো ।


Is The Post Helpful ? Please Share....